ভুল ব্যাগ
নিজের বাবা-মা মারা যাওয়ার পরে তিনি একা থাকতেই বেশী পছন্দ করেন। তার নিজের বলতে কোন ভাল বন্ধু বা কোন ভালোবাসার মানুষ ছিল না। শুধুমাত্র নিজের কাজ নিয়েই এখন ব্যস্ত থাকতে পছন্দ করেন। আর মাঝে মধ্যে নিজের অ্যাপার্টমেন্ট পরিষ্কার করায় নিজের সময় ব্যয় করেন। প্রায় অনেক সময় পর তিনি ছুটিতে যাচ্ছেন। তিনি সারা বছর তার বেতন থেকে টাকা সঞ্চয় করেছেন কোথাও যাত্রা করার জন্য। তিনি এবারের ভ্রমণটা কক্সবাজারে করতে চান। একটি দুর্দান্ত সময় কাটাতে চান সমুদ্রের সাথে। তিনি সূর্য উদয় সূর্য অস্ত যাওয়া এবং রোমান্সের স্বপ্ন দেখতে শুরু করে। তিনি একটি স্যুটকেস কেনার জন্য ডিসকাউন্ট এর একটি বড় দোকানে যান। তিনি ভ্রমণের আগে কোথাও বেশি টাকা খরচ করতে রাজি ছিলেন না। তিনি তার সাধ্যমত একটি সস্তা স্যুটকেসে কিনে নেন। রং টি পছন্দের না হলেও দামটি পছন্দ মতোই ছিল। পাইকারিভাবে শুধু কালো রঙের স্যুটকেসে পাওয়া যাচ্ছিল সেখানে, তাও তিনি খুশি ছিলেন।
শুক্রবার, তিনি অফিসের কাজ আগে আগেই শেষ করে বাড়ি ফিরেছেন। তিনি তার ভ্রমণের জন্য প্রয়োজনীয় সকল জিনিসপত্র তার ব্যাগ এবং স্যুটকেসে গুছিয়ে নিলেন। শনিবার ভোর পাঁচটার দিকে তাকে বাসস্ট্যান্ডে নেওয়ার জন্য একটি ট্যাক্সি বাসার সামনে আসবে। তিনি তার এই যাত্রা নিয়ে বেশ উত্তেজিত ছিলেন। তিনি তার বাস ভ্রমণ বেশ উপভোগ করেন। কিন্তু হঠাৎ করেই পথিমধ্যে বাসের টায়ার পাংচার হওয়ার কারণে সেখানে তাদের অনেক দেরি হয়ে যায়। যার কারণে তিনি সমুদ্রসৈকতে অনেক দেরিতে পৌঁছায়। তিনি বেশ ক্লান্ত হয়ে পড়েন। বাইরে প্রচুর গরম অনুভব করেন, প্রায় সন্ধ্যা হয়ে এসেছ। তিনি তার ব্যাগ এবং স্যুটকেসে চোর থেকে রক্ষার জন্য নজরে রাখেন, যতক্ষণ না তিনি তার হোটেলে গিয়ে পৌঁছান।
তিনি হোটেলে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠলেন। কারণ তার একটি লম্বা ঘুম এবং গোসলের প্রয়োজন ছিল। কিছুক্ষণ হেঁটে যাওয়ার পর তিনি নিজের হোটেলে গিয়ে পৌঁছান। তিনি নিজের হোটেলে চেক করে নিজের রুমে চলে যায়। একটি শীতল ঘর তার বেশ পছন্দ হয়। তিনি আগে ফ্রেশ হওয়ার জন্য প্রস্তুতি নেন। যার কারণে নিজের ব্যাগটা বিছানায় রেখে খোলে। তিনি কোন কিছু না বুঝেই ব্যাগের ভিতরে তাকিয়ে আছে। ব্যাগ ভর্তি মেয়েদের জামাকাপড় আর সুগন্ধি। তিনি বুঝতে পারেন এটা তার না। তিনি ব্যাগের লেভেল এর দিকে তাকায়। মনে মনে ভাবতে লাগল, এখন আমি কি করতে পারি? তিনি হোটেলের সামনের দিকে গিয়ে জিজ্ঞাসা করলেন যে আমি এখন কি করতে পারি। তিনি যখন হোটেলের লবিতে বসে অপেক্ষা করছিলেন, তিনি একজন মহিলাকে দেখলেন যে তার একটি কালো ব্যাগ নিয়ে বেশ চিন্তিত দেখাচ্ছিলো?
তিনি যখন মহিলাটির সামনে গিয়ে দাঁড়ায়, মহিলাটি তার ব্যাগ এর দিকে তাকিয়ে দুজন একই সাথে কথা বলতে শুরু করে।
তারা বলে, আমরা ভুল ব্যাগ নিয়েছি।
মহিলাটি তাকে দুঃখিত বলে। তিনি বলেন দুজনের একই রকম ব্যাগ হওয়ার কারণে আমি বুঝতে পারিনি। তাই আপনার ব্যাগ আমি নিয়ে এসেছি আর ভুল বসত আমার টি আপনার কাছে রয়ে গেছে। তাদের এমন কথা শুনে হোটেলের ডেস্কে বসা মানুষগুলো হাসছিল। তিনি কি বলবেন সেটা বুঝতে না পেরে তিনি তার নাম জিজ্ঞেস করল। মহিলা কিছুটা অস্বস্তির সাথে তার প্রশ্নের উত্তর দিলো। তিনি বললেন অবশেষে দুজনের সমস্যার সমাধান হলো। যদিও আমি এটা বিশ্বাস করতে পারছি না এত সহজেই নিজের ব্যাগ খুজে পাব।
তিনি মেয়েটির ব্যাগ তার কাছে ফেরত দিলেন। অবশেষে
মেয়েটির মুখে হাসি দেখা যাচ্ছিল। তিনি মেয়েটিকে বললেন এই চিন্তা দূর করার জন্য আমার কাছে একটি অদ্ভুত উপায় রয়েছে। আপনি যদি চান তাহলে আজকের রাতের খাবার আমার সাথে উপভোগ করতে পারেন। সামনের ডেস্ক এর মানুষ বলতে শুরু করে আমার মনে হয় এটা করা উচিত আপনাদের। অবশেষে মেয়েটির রাজি হয় এবং তিনি তার জন্য একটি সুন্দর রাতের খাবারের আয়োজন করেন।
দু:সাহসিক কাজ এবং তার রোমান্সের সময় এবং ছুটির দিন মাত্র শুরু হয়েছে!
বেশ ভালো লাগলো। তার পরের জন্য অপেক্ষায় রইলাম।😃
Hi @shahinaubl, your post has been upvoted by @bdcommunity courtesy of @rehan12!
Support us by voting as a Hive Witness and/or by delegating HIVE POWER.
JOIN US ON