লিচুর প্রতি ভালবাসা- Shorts
"বিচি ছোট লিচু বড়" মানেই রাজশাহীর বোম্বাই লিচু।
লিচুর ভিতরে "বোম্বাই" লিচু টাই আমার সবচেয়ে বেশী পছন্দ। কারন এ লিচু যথেষ্ট রসালো এবং এর মিষ্টি স্বাদ অতুলনীয়।
অন্য জাতের কিছু লাল লাল লিচুও দেখেছি, দেখতে লাল কিন্তু খেতে টক। ঠিক ব্রেনলেস সুন্দরীদের মতো, বাহির থেকে দেখতে খুব সুন্দর কিন্তু মাথায় গো ব র ভরা।
তাই লিচুর রং শুধু লাল হলেই যে মিস্টি হবে এমন টা নয়। বোম্বাই লিচুর জাতটাই মিষ্টি। রং টা একটু হলদে লাল কাচা পাকা ভাইব দিলেও একটাও টক লিচু পাওয়া যাবেনা। অসাধারণ মিষ্টি এ লিচু।
আম আর লিচুর সিজন আসলেই রাজশাহীর প্রতি আমার ভালোবাসা বেড়ে যায়। ছোট বেলায় দাদু বাসায় যাওয়া, আম বাগানে গাছের সাথে দড়ি বেধে তাতে কাঠের তক্তা বসিয়ে দোল খাওয়া, চাচাতো ভাই বোন দের সাথে ছুয়াছুয়ি খেলা। এসব কিছু মনে পড়ে ফ্ল্যাসব্যাকে চলে যাই।
আব্বু রাজশাহী থেকে লিচু পাঠিয়েছেন। এ বছর বাগানের প্রথম লিচু।