নিজের হাতে লাগানো তরমুজের বীজ ।
অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
শুভ সকাল
এখান থেকে একমাস আগে বাজার থেকে একটি তরমুজ কিনে নিয়ে এসেছিলাম তারপর একদিন ফ্রিজে রেখে তারপরের দিন তরমুজ কাটি খাওয়ার জন্য। তরমুস টা পরিপূর্ণ হয়েছিল এজন্য ভেতরের বীজগুলো একেবারে কালো হয়ে উঠেছিল। তরমুজ খাচ্ছিলাম আর মনে করছিলাম যে এই বীজগুলো সাইডে রেখে দিই পরবর্তীতে আমি রোপণ করব।
তার দুইদিন পরে আমি এই বীজগুলো আমাদের কোম্পানিতে নিয়ে যাই অর্থাৎ আমি যেখানে কাজ করি সেখানে। সেখানে কিছু টপের ভিতরে এই বীজগুলো রোপণ করি তার কয়েকদিন পরেই খুব সুন্দর সুন্দর চারা হয়।
আমি এর আগেও অনেক কিছু লাগিয়েছি এখানে মাশাল্লাহ খুব সুন্দর হয় আমার হাতের জিনিস গুলো যে তরমুজ গাছ গুলা দেখতে পাচ্ছেন এর বয়স ২৮ দিন।
একেবারে ন্যাচারাল ভাবে এই গাছগুলো বেড়ে উঠেছে গাছে দুই একটি ফুল আসা শুরু করছে এই গাছের গোড়ায় আমি এখনো কোনদিন কেমিক্যাল অথবা রাসায়নিক সার ব্যবহার করি নাই।
Device | Name |
---|---|
Android | vivo Y15 |
Location | Malaysia 🇲🇾🇲🇾 |
Short by | @mdsahin111 |
https://w3w.co/mice.period.roofed
একেবারে অর্গানিক ভাবেই এই গাছ থেকে ফল নেওয়ার চেষ্টা করব দেখা যাক তরমুজ গুলো কেমন হয় এই কাছে তরমুজ ধরলে সেটার আর্টিকেল আপনাদের মাঝে উপস্থাপনা করব আপনারা কে কে আমার মত করে তরমুজ গাছ লাগিয়েছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আজকের মত আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি আল্লাহ সবার মঙ্গল করুন।