Sweetness hidden in every corner of nature......
Human life is not above mistakes. People make more or less mistakes in all levels of life, what would happen if the mistakes were all flowers?! Colorful flowers were blooming all over in the yard! One mistake & a new flower! Both the softness and fragrance of the flowers could be enjoyed. These are my imaginations, they cannot happen in reality, so if you want to see flowers in reality, you have to plant trees and take care of them.
The trees are planted in the space between my faculties, when spring comes, more flower trees are planted, but among them, the rose trees last longer than other trees, if given enough care, a good number of roses can be seen. It is also nice to see the flowers blooming after the daylong class.I like it more when I see the flowers swaying . What a beautiful scene, which can be seen forever! There is sweetness hidden in every corner of nature , you only need to want to see the sweetness....
Bangla :
মানুষের জীবন ভুল ত্রুটির উর্ধে না । মানুষ জীবনের সকল স্তরেই কম বেশি ভুল করে , ভুলগুলো সব ফুল হয়ে গেলে কেমন হতো ?! উঠোন ভর্তি রংবেরঙের ফুল ফুটে থাকতো । ফুলের স্নিগ্ধতা আর ঘ্রান দুটোই উপভোগ করা যেত । এইসব তো আমার কল্পনা , এমন তো আর বাস্তবে হবার না তাই বাস্তবে ফুল দেখতে হলে গাছ লাগাতে হয় , পরিচর্চা করতে হয় ।
গাছগুলো আমার ফ্যাকাল্টির মাঝে ফাঁকা জায়গায় লাগানো , বসন্ত এলে আরো অনেক ফুল গাছ লাগানো হয় তবে এর মধ্যে গোলাপ গাছগুলো অন্য গাছের চেয়ে বেশিদিন টিকে , পর্যাপ্ত যত্ন পেলে বেশ ভালো সংখ্যক গোলাপের দেখা মেলে। ক্লাস শেষ করে থোকায় থোকায় ফুল ফুটে থাকা দেখতেও ভালো লাগে । আরো ভালো লাগে যখন দেখি ফুলগুলো হওয়ার দোলাতে দোল খাচ্ছে । কি সুন্দর দৃশ্য , যা দেখতে দেখতে পার করে দেওয়া যায় অনন্তকাল ! প্রকৃতির প্রতিটি কোনায় লুকায়িত আছে স্নিগ্ধতা , শুধু স্নিগ্ধতাটুকু দেখবার ইচ্ছা দরকার .....
Beautiful flowers 😍
As always flowers are beautiful.... thanks for reaching dear 🌸