স্বপ্ন ছাড়া মানুষ বাঁচে কয়দিন ?

avatar
(Edited)

আমি আঁধারি । মধ্যবিত্ত পরিবারের একটি মেয়ে ।প্রচন্ড বাস্তবতা বিশ্বাসী , কঠোর একটি মেয়ে । আমি প্রচন্ড রকমের কর্ম প্রেমিক। কষ্টকে ক্লেশ করে বেড়ে উঠেছি বিধায় সফলতার মূল্য কতটা তার হিসেবে জীবনের কাঠগড়ায় সুন্দর করে টুকে রাখা আছে ।

আমি বেঁচে ছিলাম আমার স্বপ্নের মাঝে । স্বপ্ন হাসিলের তাগিদে কত কত রাত না ঘুমিয়ে কাটিয়েছি তার হিসেব নেই । মানুষের প্রতি প্রেম মানুষকে শান্ত থাকতে দেয়না । আর অশান্ত মনে কিছু হয়না ।কিছুনা মানে কিছুনা ।স্বপ্ন হারিয়ে যায় , প্রেমিক পুরুষের প্রতিও খুব ঘৃণা জন্মে । দুনিয়ার সকল কষ্ট , ক্লেশ , কত মানুষের দেয়া কষ্টের জবাব সফলতার মাধ্যমে দেয়ার ইচ্ছা শেষ হয়ে যায় নিমিষেই । আমার নামের মতন আধার নেমে আসে আমার জীবনেও । তবুও মনে হয় ভুল সঙ্গে সর্বনাশের থেকে একলা থাকার ক্ষীণ অবসাদও বেশ আরামের ....

InShot_20240917_025800935.jpg

মানুষ বেঁচে থাকে তার স্বপ্নের মাধ্যমে । স্বপ্ন ছাড়া একমুহূর্তও বেঁচে থাকেনা শুধু নিশ্বাস নেয় কেবল ।ভালো আছি তবে বেঁচে নেই এমন অবাস্তব কথা কারো মনের মৃত্যু ব্যতীত বলেনা , আর দেহ আর মনের মৃত্যুর সাথে সময়ের মেলবন্ধন এক হয়না .......

রাত দিন এক করে স্বপ্নকে নিজের করে পাওয়ার তীব্র ইচ্ছা রাখা মানুষটি যখন চারদিক খুঁজে নিজের স্বপ্নকে বাস্তবে আনার ইচ্ছা জোগাতে ব্যর্থ হয় তখন একদম সরাসরি বলাই যায় মানুষটি খুব বাজে ভাবে ভেঙে পরেছে ।আমি হয়তো এমন ভাবেই ভেঙে পরেছি নয়তো আমার ছোট থেকে দেখে আসা সকল ইচ্ছা পূরণের সন্নিকটে এসে সকল কিছু থেকে মন উঠে যাওয়ার কারণ দেখছিনা । মনে হচ্ছে তীরে এসে নিজের নৌকা নিজেই ডুবিয়ে দিচ্ছি আর নিজের জীবন নিজ নামের মতনই আধার করে তুলছি !

লেখালিখি , লেখাপড়া , থিসিস , সুন্দর ছবি তোলা , অকারণে শাড়ি পরে বসে থাকা , একটু সুন্দর করে সেজে ঘুরে বেড়ানো , পছন্দের খাবার খেতে যাওয়া , নতুন নতুন জামা কিনতে যাওয়া কিছুই আর ভালোলাগা যোগায়না । সকল কিছুই খুব পানসে লাগে । নাওয়া খাওয়া ছেড়ে অন্ধকার ঘরে সারাদিন দেওয়াল দেখেই পার করছি কত কত দিন । রোদে ঝলসে যাওয়া কাপড়ের মতন ফ্যাকাশে জীবনের স্বাদ খুব বাজে , খুব তেতো ।

স্বপ্ন ছাড়া মানুষ বাঁচে কয়দিন ?
-একমূহুর্ত না ....কেবল নিশ্বাস নেয় !

লেখাটি পড়বার জন্য ধন্যবাদ , আজকের মতন এখানে বিদায় নিচ্ছি , আশা করছি দেখা হবে খুব শীঘ্রই ।



0
0
0.000
0 comments