অগ্রিম রমাদান কারিম মুবারাক।

avatar

রমজান এসে পরেছে । এইতো আর মাত্র দুইদিন তারপর শুরু প্রশান্তির মাস । তারাবীহ , সাহরী , ইফতার ....সব মিলিয়ে মুসলিমদের জন্য অন্যরকম অনুভূতির মাস হলো মাহে রমজান এর এই মাস ।

রমজান এলে প্রতিবারই ভাবি এইবারের রমজানে অনেক কিছু করে ফেলবো। নিজেকে বদলিয়ে ফেলব, আর আগের মতন থাকব না, ইত্যাদি ইত্যাদি। মাস শেষে দেখা যায় আগের মতই রয়ে গেছি। চেষ্টার ঘাটতি বলা যায় ঈমানের ঘাটতি !

InShot_20230321_223234646.jpg
আমি নিজে সম্পূর্ণভাবে ঠিক না , নামাজ বাদ দেই , প্রতিদিন কোরআন পড়িনা , ধর্মীয় বিধি বিধান মেনে চলিনা ...খারাপ লাগে , চেষ্টা করি এবং করছি যতদূর সম্ভব পাপ বর্জন করার । আমার কাছে মনে হয় ধর্মকে অন্তরে গেঁথে নেওয়ার এক বিরাট সুযোগ হলো এই রমজান মাস ।

সব কিছু একসাথে বর্জন করা প্রায় অসম্ভবই তাই নিজের মাঝে থাকা মেজর গুনাহের একটিকে আগে টার্গেট করে তা ত্যাগ করার চেষ্টা করলে হারাম কিংবা পাপ বর্জন অনেকটা সহজ হয়ে যাবে। কেউ হয়ত গান শুনি, উদ্যোগ নিই এবার গান শোনাটা আস্তে আস্তে ছেড়ে দিব। কেউ হয়ত বিয়ের আগেই সম্পর্কে ঢুকে গেছি। চেষ্টা করি এই বদ-আমল ছেড়ে দিব। কেউ হয়ত নামায পড়ি না নিয়মিত চেষ্টা করি নামাজ আর যাতে না ছুটে যায়। কেউ হয় খারাপ ভাষায় কথা বলে, গালাগাল দেয় কথায় কথায়, তুচ্ছতাচ্ছিল্য অথবা আর ট্রল করে আনন্দ পায়। কেউ ব্যবসায় ভেজাল দেয়, দামে-ওজনের গরমিল করে। মনের এসব রোগ থেকেও সরে আসার পরিকল্পনা করি।

সব একসাথে বর্জন করতে না পারলে এভাবে একটা একটা করে সব বদ-আমল ছেড়ে আসি। যাতে বাকি এগার মাস এসব থেকে দূরে থাকতে পারি। মানুষ হিসেবে কেউই আমরা সম্পূর্ণরূপে সঠিক না , পরিপূর্ণ নই , কম বেশী সবাই পাপ করি। আস্তে আস্তে পাপ বর্জন করতে পারলে এক সময় গুনাহ করতে ভয় লাগবে আর সেইদিন এর শুরু হোক এই রমজানেই , এই রমজান মাসকে কেন্দ্র করেই ।

এবারের রমযান ভিন্ন কিছু নিয়ে আসুক আমাদের জীবনে এই কামনা করে আজকের মতন বিদায় নিচ্ছি। দুয়া করবেন আমার জন্য , সকলকে অগ্রিম রমাদান কারিম মুবারাক।



0
0
0.000
4 comments
avatar

Can you please help me I am a citizen of Bangladesh if you have messenger ID or how can I contact you please let me know I am new to Hive.

0
0
0.000
avatar

Write me here ! I'll help you , it is open forum, if I cannnot someone else could help you as well.

Thanks

0
0
0.000
avatar

কোন কোন কমিউনিটিতে পোস্ট করা যেতে পারে এবং কি বিষয়ে। বাংলাদেশের কমিউনিটি কয়টা আছে একটু যদি বলতেন।

0
0
0.000