আমি আছি সেই তো বেশ.......

একটা গান আছে নাম " আলাদা আলাদা" .....গানের বাক্য আছে একটা তা হলো " আমি আবার ক্লান্ত পথচারি , কাটার মুকুট লাগে ভারী , গেছে জীবন দুদিকে দুজনারি , মেনে নিলেও কি মেনে নিতে পারি " ......কিন্তু সুন্দর স্বীকারোক্তি !

শুনেছি মানুষের চোখ নাকি মিথ্যা বলতে পারেনা তাহলে মানুষ চোখের ভাষাকেও তাচ্ছিল্য কেন করে ? সব কিছু শব্দে বয়ান করতে হলে কাছের মানুষ আর দূরের মানুষের মধ্যে তফাৎ রইলো কোথায় ? মানুষ যতটা ভালোবাসা দেখায় ততটা ভালোবাসেন তা তো জেনেছি তবে মানুষ যতটা আনন্দে আছে দেখায় তার থেকেও কয়েকশগুন কষ্টে থাকে তার হিসেব কয়জন রাখে ! রাখেনা , এই গোটা দুনিয়ায় কেউ চোখ পরতে জানেনা ।

IMG-20240915-WA0008.jpeg

শুনেছি ভালোবাসলে চেষ্টা করতে হয় , রাখবার , বুঝবার ।ভালোবাসলে দায়িত্ব নিতে জানতে হয় । মন ভাঙার শাস্তি প্রকাশে নাহোক অন্তরের ভিতরে ঠুকরে ঠুকরে রক্তাক্ত করে অথচ তা নাকি চোখে প্রকাশ পায়না আমি বিশ্বাস করিনা । অবশ্য আমার মতন মানুষের কাছে এমন নীতিবাক্য শোভা পায়না ...তাও নীতিবাক্য ঝাড়তে হয়তো সবারই ভালোলাগে , আমিও সেই কাতারেরই !

আমি ভীতু । আমি চোখে চোখ রেখে কথা বলিনা সহজে । আমার চোখও কথা বলেনা নয়তো কেউ আমাকে বুঝবেনা এমন তো হবার ছিলোনা ! আমার জীবনে অশ্রুর বন্যা হয়না , আমার জীবনে হয় রক্তবন্যা! একান্তই আমার , একান্তই একার !

রাত গভীর হয় নিজ ছায়া দেখলেও ভয় হয় । একটা মানুষের সাজানো গোছানো জীবন কি সুন্দর করে নষ্ট করে দিয়ে আমি শান্তির নিশ্বাস নিচ্ছি ! জীবনে ছোটোখাটো বদনাম নিয়ে নীতিবাক্য ছুঁড়েছি , এক বিভীষিকাময় অতীতকে ঠুকরে খেতে খেতে কখন যে জলজ্যান্ত জীবন ডুকরে খেয়ে ফেলেছি খেয়ালই করিনি , তবুও আমি দিব্যি হেসে খেলে ঘুরে বেড়াচ্ছি , খাচ্ছি.....নির্লজ্জতার শিকড়ে উঠে গেছি আর পতনের দ্বারপ্রান্তে ! আমি তো আর সরকার প্রধান না তাই আমার পতন হয় গোপনে , একান্ত নিজের সাথে আয়নার সামনে দাঁড়িয়ে ।

কত স্বপ্ন , কত ইচ্ছা , কত মানুষকে উচিত জবার দেবার আগ্রহ ....কিছু নেই । নেহায়েতই একজন তুচ্ছ হেরে যাওয়া মানুষ আমি । দিব্যি গোগ্রাসে আস্ত মানুষের স্বপ্ন গিলে ফেলেছি এর আফসোস রাখবার জায়গা পাচ্ছিনা স্বপ্ন কোথায় রাখবো ! সিলিঙে ঝুলে যাবার শক্তি আমার নেই , হয়তো হবেনা , বড্ড ভীতু আমি । নিজ স্বপ্নর কাছে লজ্জিত আমি ।ইচ্ছাশক্তি , মানসিক শক্তি , লড়বার ক্ষমতা কিছু নেই আমার আর , আছে খালি আফসোস । আগেও ছিল , অতীতের .....এখনও অতীতের ......

আমি আছি সেই তো বেশ , বদনাম কুৎসা সঙ্গ করে ....আছি তো , সেই তো বেশ !

লেখাটি পড়বার জন্য ধন্যবাদ , আজকের মতন এখানে বিদায় নিচ্ছি , আশা করছি দেখা হবে খুব শীঘ্রই ।



0
0
0.000
1 comments
avatar

Congratulations @mariumsehri! You have completed the following achievement on the Hive blockchain And have been rewarded with New badge(s)

You published more than 500 posts.
Your next target is to reach 550 posts.

You can view your badges on your board and compare yourself to others in the Ranking
If you no longer want to receive notifications, reply to this comment with the word STOP

0
0
0.000