Pakistan VS India || Rains wins the super Match 🌧️🌧️🌧️
Asian Cricket Councial-ACC
পাকিস্তান এবং ভারত ; দুইটি চির প্রতিদ্বন্দ্বী দেশ। শত বছর ধরে এই দুইটি দেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনা বিরাজমান। কেউ কাউকে বিন্দুমাত্র ছাড় দিতে মোটেও রাজি নয়। তাইতো কয়েকদিন পরপরই এই দুই দেশের মধ্যকার নানান ঝামেলা লক্ষ্য করা যায়। দুই দেশের রাজনৈতিক উত্তেজনা দেশের সীমানা ছাড়িয়ে বিরাজ করে মাঠের লড়াইয়েও। বিশেষ করে ক্রিকেট মাঠে সবচাইতে বেশি উত্তেজনা লক্ষ্য করা যায়। রাজনীতির মতো ক্রিকেট মাঠের লড়াইয়েও কেউ কাউকে বিন্দুমাত্র ছাড় দিতে নারাজ। তাইতো যখনই ইন্ডিয়া এবং পাকিস্তান ক্রিকেট মাঠে একে অপরের মুখোমুখি হয় তখন দুদলের ভক্ত সমর্থকেরা ব্যস্ত হয়ে পড়ে আলোচনা- সমালোচনায়।
চলছে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই, এশিয়া কাপ। এশিয়ার দেশ হিসেবে এই টুর্নামেন্টে দুই জনপ্রিয় দল ভারত এবং পাকিস্তান। প্রতি দুই বছর পর পর অনুষ্ঠিত এই টুর্নামেন্টটি তে ভারত পাকিস্তানকে মুখোমুখি হতে দেখা যায়। এবারও তার ব্যতিক্রম হয়নি। এবারের এশিয়া কাপের গ্রুপ পর্বের সবচেয়ে উত্তেজনাপূর্ণ ম্যাচটিতে গতকাল মুখোমুখি হয়েছিল ভারত এবং পাকিস্তান। এই ম্যাচটিকে ঘিরেই বহুদিন ধরেই অপেক্ষায় ছিলো ভক্ত সমর্থকেরা। ভালো একটি লড়াইয়ের আশা করেছিলো সবাই। প্রথম ইনিংসে সেই আশার পূর্ণতা দিয়েছিল দুই দল। তবে শেষ পর্যন্ত বৃষ্টি বাধায় দ্বিতীয় ইনিংসের শুরুটা হয়নি৷
ভারত এবং পাকিস্তানের মধ্যাকর ম্যাচটি অনুষ্ঠিত হয় শ্রীলংকার পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচটি শুরুতে টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় ভারত। ম্যাচে বৃষ্টির পূর্বাভাস থাকাতে ভারতের পরিকল্পনা ছিলো শুরুতে ব্যাটিং করে একটি ভালো টার্গেট সেট করার। যাতে বৃষ্টি হলে ডিএলএস আইনে ভালো একটি অবস্থানে থাকতে পারে দলটি।
ম্যাচের শুরুতে ভারতের হয়ে ওপেনিং এ আসে ক্যাপ্টেন রোহিত শর্মা এবং সুভমান জিল। তবে দলের পক্ষে ভালো সূচনা করতে সক্ষম হয়নি এই দুই ওপেনার। পাকিস্তানি বোলার শাহিন শাহ আফ্রিদির অসাধার এক ডেলিভারিতে বোল্ড আউট হয়ে প্যাভিলিয়নের ফিরে ভারতের ক্যাপ্টেন। রোহিতের বিদায়ের পর ব্যাটিংয়ে আসে সময়ের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলি। তবে এদিন ভাগ্যটা সহায় ছিলোনা বিরাটেরও। শাহিন শাহ আফ্রিদির বোলে বোল্ড হয় সে। একটা সময় ভারত মাত্র ৬৪ রানে মহামূল্যবান চারটি উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায়।
দলের বাজে সময়ে ত্রানকর্তা হিসেবে আবির্ভূত হয় দুই ব্যাটসম্যান ঈশান কিষাণ এবং হার্দিক পান্ডিয়া। দুজনে মিলে গড়ে ১৪০+ রানের এক বিশাল জুটি। রান রেটের সাথে তাল মিলিয়ে দলকে ভালো অবস্থানে নিয়ে যাই এই দুই ব্যাটার। দুজনেই পূর্ণ করে তাদের ব্যাক্তিগত অর্ধশতক। একটা সময় মনে হচ্ছিলো ভারত ৩০০ রানকে ছাড়িয়ে যাবে। কেননা মাত্র ৩৭ ওভারেই ২০০ রান পূর্ণ করে তারা। কিন্তু তারপরেই শুরু হয় পাকিস্তানের অসাধারণ বোলিং পারফরম্যান্স। বোল হাতে আবারো ম্যাজিক দেখায় পাকিস্তানের সেরা বোলার শাহিন শাহ আফ্রিদি। শেষ পর্যন্ত ২৬৬ রানেই অল-আউট হয় ভারত। ভারতের সবগুলো উইকেট তুলে নেয় পাকিস্তানের পেসাররা।
ভারতের দেওয়া ২৬৭ রানের টার্গেটে মাঠে নামার জন্য প্রস্তুত হচ্ছিলো পাকিস্তানি ওপেনাররা। ঠিক সেই মুহুর্তে শুরু হয় অনাকাঙ্ক্ষিত বৃষ্টি। পুরো মাঠ ঢেকে দাওয়া হয় কাভারে। তারপর থেকে সবাই অপেক্ষায় থাকে বৃষ্টি থামার। কিন্তু বৃষ্টি যেন থামছিলোই না। মাঝখানে একবান বৃষ্টি থামলেও একটু পরেই আবারো শুরু হয় মুষলধারে বৃষ্টি। শেষ পর্যন্ত বৃষ্টির কাছে হার মানে ভারত-পাকিস্তানের ম্যাচটি। পরিত্যক্ত ঘোষণা করা হয় গ্রুপ পর্বের সবচাইতে আলোচিত ম্যাচটিকে। সেই সাথে দুই ম্যাচে তিন পয়েন্ট নিয়ে প্রথম দল হিসেবে সুপার ফোরে জায়গা নিশ্চিত করে পাকিস্তান।
Hi @fa-him, your post has been upvoted by @bdcommunity courtesy of @rem-steem!
Support us by voting as a Hive Witness and/or by delegating HIVE POWER.
JOIN US ON