নতুন মৌসুম কেমন শুরু করলো দলগুলো?

avatar

দীর্ঘ বিরতির পর আবারো মাঠে গড়িয়েছে ফুটবল। বিশ্বের অন্যতম জনপ্রিয় লীগগুলোর খেলা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এই যেমন ইংলিশ প্রিমিয়ার লীগ, লিগ ওয়ান। বাকি লা-লীগা এবং সিরিয়া-এ এর খেলা শুরু হয়ে যাবে কিছুদিনের মধ্যেই। গ্রীষ্মের দলবদলে প্রায় প্রতিটি দলই তাদের দলের শক্তিমত্তা বৃদ্ধিতে নতুন নতুন খেলোয়ার দলে ভিরিয়েছে। পুরনো সব প্রাত্তি -অপ্রাত্তি নিয়েই দলগুলো শুরু করেছে নতুন মৌসুমের পথচলা। ফুটবলের আগমনে প্রিয় দলকে নিয়ে আবারো আলোচনা সমালোচনায় ব্যস্ত হয়ে পড়বে ফুটবলপ্রীয় ভক্ত সমর্থকরা।

ইংলিশ প্রিমিয়ার লীগে নতুন মৌসুম শুরু হওয়ার পর ইতিমধ্যেই বেশ কিছু ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মৌসুমের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিলো আর্সেনাল এবং ক্রিস্টাল প্যালেস। নতুন নতুন তারকায় ভরপুর আর্সেনাল মৌসুমটা শুরু করেছি জয় দিয়েই। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ২-০ গোলে ব্যাবধানে জয় পায় তারা। মৌসুমের প্রথম গোলটা করেন ব্রাজিলিয়ান ইয়ংস্টার গেব্রিয়াল মার্টেনেল্লী।

ইংলিশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় হট ফেভারিট লিভারপুল বলাম ফুলহাম। পরিসংখ্যান থেকে শুরু করে সব দিক থেকে এগিয়ে ছিলো লিভারপুল। এইতো কিছুদিন আগে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে মৌসুমের প্রথম শিরোপা জয় করেছিল লিভারপুল। তবে এই ম্যাচে ড্র নিয়েই খুশি থাকতে হয় ইংলিশ জায়ান্টদের৷ ডিফেন্সিভ ব্যর্থতায় দুটি গোল হজম করতে হয়েছে তাদের। তবে এদিন লিভারপুলের হয়ে প্রথম গোলটি করেন দলের নতুন তারকা ডেভিড নুনেজ এবং দ্বিতীয় গোলটি করেন ইজিপশিয়ান তারকা মোহাম্মদ সালাহ।

ইংলিশ প্রিমিয়ার লিগের শুরুতেই চমক ছিলো ম্যানচেস্টার ইউনাইটেড এবং অ্যাস্টন ভিলার হার। তুলনামূলক দুর্বল দলগুলোর সাথে তারা হেরেছে ২-১ এবং ২-০ গোলের ব্যবধানে। অপরদিকে তুলনামূলক সহজ জয় তুলে নিয়েছে টটেনহাম হটস্পার, নিউক্যাসেল ইউনাইটেড। এদিন কষ্টার্জিত জয় পেয়েছে চেলসি ফুটবল ক্লাব এবং লিডস ইউনাইটেড। পেনাল্টি থেকে জর্জিনহোর একমাত্র গোলে এভারটনের বিপক্ষে জয় পায় চেলসি। অপরদিকে লিডস ইউনাইটেডের জয় ২-১ গোলের ব্যাবধানে।

গতকাল পর্যন্ত ইংলিশ প্রিমিয়ার লিগের শেষ ম্যাচে ওয়েস্টহ্যামকে ২-০ গোলের ব্যবধানে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। দলের এ দুটি গোলই করেন ডেবুটেন্ট আরলিং হল্যান্ড। লিভারপুলের বিপক্ষে গোল মিসের হতাশাকে পিছনে ফেলে তার এই দুর্দান্ত পারফরম্যান্স জয় এনে দেয় সিটিকে।

অন্যদিকে লীগ ওয়ানের প্রথম ম্যাচে দূর্দান্ত জয় পেয়েছে প্যারিসিয়ানরা। মেসি -নেইমার রসায়নে ৫-০ গোলের বিশাল জয় পিএসজির। ম্যাচের শুরুতেই মেসির এসিস্টে গোল করেন নেইমার জুনিয়র। তারপর নেইমারের পরপর তিন এসিস্টে গোল করেন মারকুইনহোস, আশরাফ হাকিমি এবং লিওনেল মেসি। শেষদিকে মেসির অবসাধারন বাইসাইকেল গোলে ৫-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে প্যারিসিয়ানরা।

লীগ ওয়ানের অন্যান্য ম্যাচে জয় পেয়েছে অলিম্পিক লিওন, ওলিম্পিক মার্সেইলি এবং অন্যান্যরা ।


image.png
PIXABAY



0
0
0.000
2 comments
avatar

Congratulations @fa-him! You have completed the following achievement on the Hive blockchain and have been rewarded with new badge(s):

You have been a buzzy bee and published a post every day of the week.

You can view your badges on your board and compare yourself to others in the Ranking
If you no longer want to receive notifications, reply to this comment with the word STOP

Check out the last post from @hivebuzz:

Hivebuzz supports the HiveFest⁷ Travel Reimbursement Fund.
Our Hive Power Delegations to the July PUM Winners
Feedback from the August 1st Hive Power Up Day
Support the HiveBuzz project. Vote for our proposal!
0
0
0.000