England Lost a Series after a Long Time !! 🏏🏏
বিশ্ব ক্রিকেটে এক আতঙ্কের নাম ইংল্যান্ড। তারা কখন যে কি করে বসে তার কোন ঠিক ঠিকানা নেই। এইতো কিছুদিন আগেও তারা রীতিমতো কাদিয়েছে নিউজিল্যান্ডে আর স্কটল্যান্ডকে৷ নেদারল্যান্ডের বিপক্ষে ওডিআই সিরিজে এক ম্যাচে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে তারা। নতুন রেকর্ডে নিজেদের নাম লেখানো রীতিমতো স্বাভাবিক ব্যাপার হয়ে দাড়িয়েছে তাদের। তারা নিজেরাই রেকর্ড গড়ে আবার নিজেরাই সেই রেকর্ড ছাপিয়ে তৈরি করে নতুন আরেকটি রেকর্ড।
এই ম্যাচে ইংল্যান্ড পূর্ববর্তী ৪৮১ রানের পাহাড় সমান সংগ্রহ কে ছাপিয়ে করেছে ৪৯৮ রান। আর মাত্র ২ রান করলেই ৫০০ রানের ম্যাজিক ফিগারটি ছুতে পারতো তারা। কিন্তু শেষ পর্যন্ত তারা ২ রানের আক্ষেপ নিয়েই মাঠ ছাড়তে হয়।
নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টেও তারা ছিলো অনবদ্য। নতুন কোচ ম্যাককালাম এবং নতুন ক্যাপ্টেন বেন স্টোকসের ছোয়ায় যেনো পুরোপুরি বদলে গেছে ইংল্যান্ড টেস্ট দলটা। ওডিয়াই আর টি-টুয়েন্টি স্টাইলে ব্যাটিং করে শেষদিনে গিয়ে টানা চার ম্যাচ জয় করেছে ইংল্যান্ড দল৷ ভারতের বিপক্ষে রিসিউল টেস্টেও তার পুনরাবৃত্তি ঘটায় ইংল্যান্ড দল৷ জনি বেয়ারেস্টো আর জো রুট জয়ের মূল নায়ক৷

UNSPLASH
কিন্তু হঠাৎ করেই যেন পুরোপুরি বলদে গেছে ইংল্যান্ড দলের চিত্র। তবে বদলে গেছে খেলার ফরমেটও। ক্রিকেটের টি-টুয়েন্টি ফরমেটে ইন্ডিয়ার বিপক্ষে বড়ই বেমানান ইংল্যান্ড দল। তিন ম্যাচের সিরিজে দুটিতেই বড় ব্যবধানে হেরেছে তারা। ভারতের বোলারদের সামনে এ যেন এক অপ্রস্তুত ব্যাটিং লাইন-আপ। হঠাৎ কেন এই বিপর্যয়?
প্রথম টি-টুয়েন্টিতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। শুরুতে রোহিত শর্মা আর ইশান কিষানের উইকেট হারিয়ে একটু চাপে পরলেও পরবর্তী ব্যাটারদের দায়িত্বশীল ব্যাটিংয়ে ভালো সংগ্রহ পায় ভারত। ১৯৯ রানের বিশাল এক টার্গেট দারায় ইংল্যান্ডের সামনে। তবে ইংল্যান্ডের সাম্প্রতিক ফর্ম অনুযায়ী খুব সহজেই এই সংগ্রহ পার করে যাওয়ার কথা ছিলো । কিন্তু কাজের কাজটা করতে পারেনি কোন ব্যাটার। পাওয়ার প্লেতে মাত্র ৩৩ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে তারা। তারপর আর ম্যাচে ফিরতে পারেনি ইংল্যান্ড। দীর্ঘদিন পর ৫০ রানে হারার তীক্ত স্বাদ অনুভব করে তারা।
দ্বিতীয় ম্যাচেও প্রথম ম্যাচের পুনরাবৃত্তি ঘটে। আবারো সেই ৪৯ রানের পরাজয়। এই ম্যাচে তো ইংল্যান্ডের ব্যাটাররা ২০ ওভার ব্যাটিং করতেই পারেনি। মাত্র ১৭ ওভারে ১২১ রানে অলআউট হয়ে যায় তারা। তাদের দেশের মাটিতে তাদের এমন পরাজয় মেনে নিতে নারাজ ভক্ত সমর্থকরা। যেই ইংল্যান্ড টেস্টে টি-টুয়েন্টি স্টাইলে ব্যাটিং করে ম্যাচ বের করে নিয়ে এসেছে, আজ সেই ইংল্যান্ড টি-টুয়েন্টির ব্যাটিং টাই করতে পারছেনা।
এই হারে টি-টুয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছে স্বাগতিক ইংল্যান্ড। এখন দেখার বিষয় শেষ টি-টুয়েন্টিতে তারা ঘুরে দাড়াতে পারে কিনা। আশা করি তারা আবার ফিরবে তাদের পুরনো রূপে।
Congratulations @fa-him! You have completed the following achievement on the Hive blockchain and have been rewarded with new badge(s):
You can view your badges on your board and compare yourself to others in the Ranking
If you no longer want to receive notifications, reply to this comment with the word
STOP
Check out the last post from @hivebuzz:
Support the HiveBuzz project. Vote for our proposal!