টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ 🏏🏏
সময় এসেছে আরেকটি বিশ্বমঞ্চের ক্রিকেট লড়াইয়ের। আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ২০২৪ সালের পহেলা জুন অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রথমবারের মতো ২০ টি দল অংশগ্রহণ করবে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে। যার ফলে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখা যাবে অনেকগুলো নতুন দলকে। তাদের মধ্যে কানডা, আমেরিকা, পাপুয়া নিউ গিনিয়ে এবং নেপাল অন্যতম। তবে কি আমরা সময়ের সেরা টি-টোয়েন্টি বিশ্বকাপের সাক্ষী হতে চলছি?
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ইতিমধ্যেই অনুষ্ঠিত হয়েছে ড্র। ২০ টি দল চারটি গ্রুপে ভাগ হয়ে মাঠে নামবে শিরোপার লড়াইয়ে। গ্রুপগুলোতে বেশকিছু চমকের সাক্ষী হয়েছে ভক্ত সমর্থকেরা। ২০২৪ বিশ্বকাপের গ্রুপে 'এ' তে জায়গা করে নিয়েছে ইন্ডিয়া,পাকিস্তান আয়ারল্যান্ড, কানাডা এবং ইউএসএ। এই গ্রুপে থেকে ফেভারিট হিসেবেই কোয়ার্টার ফাইনালের লড়াই এগিয়ে থাকবে পাকিস্তান এবং ভারত। তৃতীয় দল হিসেবে চমক দেখাতে পারে আয়ারল্যান্ড দল।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ 'বি' তে জায়গা পেয়েছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নামিবিয়া, ওমান এবং স্কটল্যান্ড। নিঃসন্দেহে কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে এগিয়ে থাকবে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড দল। ক্রিকেট বিশ্বের দুই নামকরা দল ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া। বৈশ্বিক পর্যায়ের যেকোন টুর্নামেন্টে এই দুই দলের নাম থাকে সবার উপরে। সর্বশেষ ওডিআই বিশ্বকাপেও চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। তাই এই গ্রুপ থেকে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার যে কোয়ালিফাই করবে তা অনেকটাই নিশ্চিত!
নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, উগান্ডা এবং পাপুয়া নিউ গিনিয়া জায়গা পেয়েছে গ্রুপ 'সি' তে। সেরা দুইয়ের লড়াইটা ভালোই জমবে এই গ্রুপে। কেননা টি-টোয়েন্টি বিবেচনায় নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং আফগানিস্তান কেউই কারো থেকে কম নয়। দল তিনটিরই সক্ষমতা রয়েছে কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করার। তবে সবদিক মিলিয়ে সেরা দুইয়ের লড়াইয়ে এগিয়ে থাকবে নিউজিল্যান্ড এবং আফগানিস্তান। টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজ ভালো দল হলেও তাদের পারফরম্যান্সে ধারাবাহিকতা নেই!
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ অফ ডেথ নামে পরিচয় পাওয়া গ্রুপ 'ডি' তে জায়গা পেয়েছে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেদারল্যান্ড এবং নেপাল। এই গ্রুপে লড়াইটা জমবে সবচাইতে বেশি। কেননা এক নেপাল ছাড়া বাকি চারটি দলই কোয়ালিফাই করার সক্ষমতা রয়েছে। তবে দক্ষিণ আফ্রিকা বাকি দলগুলোর চাইতে এগিয়ে থাকবে। এই গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হবার লড়াইটা জমবে বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং নেদারল্যান্ডের মধ্যে!