আমার পরিচয় এবং প্রথম বাংলাতে লেখা পোস্ট।

আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালই আছি। আজকে আমি বাংলাতে প্রথম লিখতে যাচ্ছি। এর আগে আমি বাংলাতে কখনো লিখিনি। আমি বাংলাতে তেমন টাইপ করতে পারি না। একজন বাঙালি হিসেবে এটি অত্যন্ত দুঃখজনক। কিন্তু আজকে আমি বাংলাতে লিখার চেষ্টা করব।

প্রথমেই আমার পরিচয় দিয়ে নেই, আমি নুর। বাংলাদেশের পাবনা জেলাতে থাকি। Hive সম্পর্কে আমি অনেক আগে থেকে জানতাম এবং অনেক আগেই একাউন্ট খুলেছিলাম। কিন্তু কখনো তেমনভাবে ব্লগিং করার জন্য লেখালেখি করতে পারিনি। আমি যখন hive সম্পর্কে জানি তখন আমি দশম শ্রেণীতে অধ্যানরত ছিলাম। তখন সামনে আমার এসএসসি পরীক্ষার কারণে ভালোমতো এখানে ব্লগিং করতে পারিনি। পড়াশোনা নিয়ে অধিক ব্যস্ত ছিলাম। আলহামদুলিল্লাহ এসএসসি পরীক্ষায় আমি গোল্ডেন এ+ সহ ১২৩৭ মার্ক পেয়ে উত্তীর্ণ হই।

Credit

এখন আমি এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী। এই সময়টা আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা আমি জানি, কিন্তু আমি চাই এ সময়ে পড়াশুনা করার পাশাপাশি আরো কিছু স্কিল শিখতে। তাই আমি ব্লগিংকে বেছে নেই। আমি মনে করি ব্লগিং করার মাধ্যমে আমি নিজেকে ফিনান্সিয়ালি ভাবে সাপোর্ট দিতে পারব।

প্রথমত একটি বিষয় আমাকে অনেক অবাক করেছে। আমি দেখেছি অনেক বাঙালিরাও এই সাইট থেকে ভালো পরিমানে আর্ন করছে। তাই আমিও তাদের থেকে ইন্সপায়ার হই। অনেককে দেখেছি যে মুভি রিভিউ করে ভালো একটা পরিমাণের রিওয়ার্ড পাচ্ছে। তাই আমিও তাদের মত মুভি রিভিউ এর পোস্ট করা শুরু করেছি। কিন্তু আমার প্রথম রিভিউ করা মুভিতে কোন রিওয়ার্ড পাইনি। এটা আমাকে হতাশ করেনি। আমি জানি কোন কিছু শুরু করা সহজ বিষয় নয়। লেগে থাকাটাই বড়। আমি আমার কনটেন্ট গুলোকে কোয়ালিটি ফুল করার চেষ্টা করব। তাই আমি আমার অগ্রজদের দৃষ্টি আকর্ষণ করছি। কিভাবে কি শুরু করব, সে বিষয়ে পরামর্শ দিবেন।

আমার প্রথম রিভিউ করা মুভির লিংক নিচে দিয়ে দিলাম।
The silence

আজকে আর লিখছি না। আমি জানিনা পোস্টটি কেমন হয়েছে। যেহেতু এটা আমার প্রথম বাংলাতে পোস্ট এবং ব্লগিং সেক্টরে একদমই কাঁচা। এছাড়াও আমি বাংলাতে ঠিকমত টাইপ করতে পারিনা। তাই অনেক ভুল হওয়া স্বাভাবিক। সুতরাং সকলে ভুলগুলোকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

সকলের সুপরামর্শ কামনা করে আজকে এখানেই শেষ করছি।
খোদা হাফেজ।



0
0
0.000
3 comments
avatar

Congratulations @copycreator69! You have completed the following achievement on the Hive blockchain And have been rewarded with New badge(s)

You distributed more than 10 upvotes.
Your next target is to reach 50 upvotes.
You got more than 10 replies.
Your next target is to reach 50 replies.

You can view your badges on your board and compare yourself to others in the Ranking
If you no longer want to receive notifications, reply to this comment with the word STOP

To support your work, I also upvoted your post!

0
0
0.000
avatar

আমি সবখানেই ভালোটা খুঁজতে চেষ্টা করি আর সেই প্রচেষ্টা থেকেই কিছু কথা আপনার উদ্দেশ্যে...
এমনকি আমিও এসেছি হাইভে সত্যি বলতে যখন হাইভের গোল্ডেন সময়টা পড়ে এসেছে তখন। আবার এমনও হতে পারে এটা কেবলই ছন্দপতন, এই ছন্দ আবার ফিরে আসবে। তবে সবকিছুর মাঝেই এক কড়া অনিশ্চিয়তা। অল্প সময় থেকে এটুকু উপলব্ধিতে এসেছে যে এখানে "উপার্জনের" আশায় উন্মুখ থাকলে নিরাশ হতেও হতে পারেন যেটা অনেক কিছুর উপর নির্ভর করে, সেসব জানতে হবে আশপাশ থেকে।

পরিচিতি বাড়ান, অন্যদের লেখা পড়ুন, কথা বলুন; এমনটা ভাবার কারণ নেই যে, আপনার লেখা পড়ার জন্য বা আপনাকে ভোট দেবার জন্য লোকে বসে আছে যেখানে আপনার লেখাটা খুব একটা আমলে নেয়ার মতও না (যে কয়েকটা পোস্ট করেছেন, তার রেফারেন্স থেকে বললাম)
অন্যদের পড়ুন, বুঝুন, জানুন, চর্চা করুন, লিখুন, বলুন। প্রচুর কমিউনিটি আছে, সেসবের উপযোগী কনসেপ্টে লিখুন।

আমি এখন যেভাবে লিখি। আমার না লিখলে ভাত হজম হয়না বলে আমি লিখি। না লিখে থাকা যায়না বলে লিখি। কে পড়লো না পড়লো সেসব ভেবেতো লেখা ছাড়া যায়না। ভোট পেলেও ভালো, না পেলেও অসুবিধে নেই। কিন্তু না পাবার ব্যথায় হাহাকার করলে শুরুতেই, এখানে আপনার সময় অপচয় না করাই উত্তম।

শুভকামনা আপনাকে।

0
0
0.000
avatar

আপনাকে ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যের জন্য।

0
0
0.000