হৃদয়ের গহীনে... / Deep Into Hearts //[Bengali/English]
জীবনের অনেকটা পথ মেঘে ঢাকা থাকে, ঘোর কালো অন্ধকার, অস্ফুট ছায়ায় ছেয়ে যাওয়া প্রান্তর, কিংবা বাদলার দিনে মাঠঘাটের নির্জনতা যেমন, ধূ ধূ মাইলের পর মাইল বিরানা রূপে নিঃসঙ্গ একাকী, কোথাও কেউ নেই চারপাশে, শুধু একটি ছায়া পাশে থাকার মতো - এমন সময় কারো না কারো জীবনে বোধ করি ঘুরে ফিরে আসে৷ ভীড়ের মাঝেও বড্ড একেলা লাগে,নগরের কোলাহল,মোটর ভেহিকল ছুটে যাচ্ছে চারপাশে, শান বাঁধানো ফুটপাথ ধরে ব্যস্ত মানুষের আনাগোনা, বেঞ্চিতে বসে থেকে অপরিচিত মুখগুলোর দিকে তাকিয়ে মন কেমন করে ওঠে।
Source
অনুভবের জগতে আত্মতুষ্টির স্থান ক্রমশ হারাতে থাকে যখন কাছের মানুষ দূরে সরে যায়৷ কেউ কেউ সম্পর্ককে হৃদয় দিয়ে মাপে, কেউ মাপে লাভের অঙ্কে বেঁধে রেখে। মানুষের সাথে মানুষের দেনাপাওনা চলবেই, এটা জগতের সুস্পষ্ট নিয়ম, কারো প্রয়োজনে অন্য কারো সন্নিবেশ ঘটে - তা ছাড়া অস্তিত্ব বিলীন, ঠুনকো পৃথিবীটা ধোঁয়ার মতো উবে যায় তা না হলে। কিছু মানুষের সংবেদনশীলতা খুব কম থাকে, কারো দিকে না চেয়ে নিজের স্বার্থটাই খুঁজে চলে, কিছু গল্প এভাবেই শেষ হয়ে যায়।
ভুল করার পরিণাম কেউ ভালোভাবে দেখে না, যদি ভুল করে ভুলে যাওয়া হয়, তারপরে আড়চোখে দেখা,ব্যার্থতার একটি নিখুঁত ছাপ দিয়ে নজরবন্দি করে রাখা, এসব কাছের থেকে দূরের মানুষের নিত্য অভ্যাস। ভুল না করে সঠিক পথের সন্ধান যে পাওয়া যায় না, প্রতিঘাতে ব্যাথা না পেয়ে যে বেদনার কিনারা জয় করা যায় না। এ বাঙালি সমাজে প্রচুর স্বার্থপর মানুষ রয়েছে, কাছের থেকে দূরের, চেনা মানুষের ভীড়ে মুখোশ পরা অচেনা চরিত্র যাদের বদল হওয়া রূপ দেখে আখেরে নিজেকেই কষ্ট পেতে হয়। অনুতাপ জাগ্রত হওয়ার পরে - ভালোবাসাটাই বোকামি ছিল, না হয় এ মানব গুনটিই দুর্বল করে রাখে, নিজ কর্তব্য সমাধা করতে দেয় না, বেঁধে রাখে মায়ার মোহে।
তারপর অনেকদূর হেঁটে গেছি নীরবে একটি বেদনাকাতুর মনের সাথে তফাতে, মুখখানিই যেন একটি আয়না, নজর দিতেই দেখা মিললো চেপে রাখা কষ্ট, মনের একটি কিনারায় ঢল নামা তুফান, লন্ডভন্ড প্রকৃতির মাঝে বিলীন হয়ে থাকা সংসারে হাবুডুবু খেতে খেতে টালমাটাল একটি প্রাণ,বিরহব্যাথার বহ্নিজ্বালা হৃদয় পুড়িয়ে দিয়েছে। কিছু মানুষ কষ্টগুলোকে ঢেকে রাখতে জানে খুব সুকৌশলে, যেন কাদার কলসে ঘিয়ের প্রলেপ তারওপর সিলমোহরের সেই ছোটবেলার গল্পের মিশেল, তার চরিত্র খুঁজে ফেরা, এ যেন তারই মতো।
এ পৃথিবীতে কারো জন্যে কারো পথ থেমে থাকে না, কেউ কারো জন্য অপেক্ষা করে থাকার জন্য সৃষ্টি হয় নি। হয়তো, কোন এক সময় জীবনের টানে একই পথের সঙ্গী হয় ভ্রমনের প্রয়োজন, তারপর বেশ কিছুদূরে হেঁটে চলা, কারো হৃদয় আবেগ অন্য একটি মনে রেখাপাত করে চলে, এভাবে ভালোলাগার তরী ছুটে চলে, তার আপন খেয়ালে। সে জানে না জীবন বাস্তবতা কত নিঠুর, কত বৈরী, কত শত্রুতা তার সাথে। সে বুঝে উঠতে পারে না ভালোলাগার রঙিন জগত কত পলকা, বাস্তবতার পৃথিবী তাকে নিয়ে যায় কোন প্রান্তরে।
একটা সময় এসে সবকিছু হারাতে হয়, ভালোলাগার যে অন্ধত্ব সেটা কখনোই বাস্তবতার বিরুদ্ধে জয়লাভ করতে পারে না। পরিবার, সমাজ, ক্যারিয়ার, চাওয়া পাওয়া, জীবন, এ পর্বগুলো একটার পর একটা তীর ছুটতে থাকে নির্দয়ভাবে, আর সে তীরে বিদ্ধ হয়ে ভালোলাগা আকাশের তারাতে বিলীন হয়ে যায়। যখন সবকিছুই এমন সমীকরনে বাঁধা, তখন একাকী হয়ে পথচলাটাই তো স্বাভাবিক। কিন্তু একাকী পথচলার মাঝেই তো সময় হয়ে ওঠে যখন প্রতিফলিত হয় অতীত, ভালোলাগার স্বপ্ন, একরাশ অপূর্ণতায় ঘেরা মায়া। শহরের রাস্তাটির পাশে সে সুশোভিত বাগান, তারপাশে সে বসার স্থানে ভীড় করেছে কর্মব্যাস্ত মানুষ।
Source
সংসারের এমন রূপের মধ্যে থেকে আক্ষেপ মাথাচাড়া দিয়ে ওঠে, কারন স্বভাবতই সমাজের এমন প্রতিঘাত তো একটি নিষ্পাপ মনের প্রাপ্য ছিল না৷ তার স্বপ্ন তো ছিল শুধু ভালোবেসে নিজের গল্পে ডুবে যাবে,নিজের জীবন ছোট্ট করে গুছিয়ে নেবে, তার সাথে গানের সুর যেমন করে হৃদয় ছুঁয়ে যায় -অনেকদিন ধরে মনের এক কোঠায়, তেমন এক মাঝারি জীবনে সে সুখী থাকবে৷ কিন্তু সমাজ সুখী থাকতে দিল কোথায়? কিছু কীট শ্রেণীর মানুষ তো সব বিসর্জন দিয়ে দিল, যার পর এমন বাস্তবতা সম্মুখীন হাজারো রঙিন স্বপ্নের ধারক, নিষ্কলুষ তারুন্য-প্রৌঢ়ত্ব।
জীবনের গন্তব্য একদিন শেষের পথে নেমে যাবে, কিন্তু তারপর আখেরে হাইলাইটস টেনে আনার সময় ঠিকই যার যার অতীত ফিরে আসবে। তারপর সে দিনগুলো যখন ফিরে ফিরে প্রশ্ন করবে, তার উত্তর কি দিতে পারবে কীটগুলো?
হয়তো পারবে না, কিন্তু দিন একদিন শেষ হয়ে আসবে,সেদিন জিতে যাবে নিষ্পাপ মনগুলো, ভালোলাগায় বিলীন হতে না পারার দিনে শেষ প্রহরে তার অদেখা দেখার ক্ষন আসবে, অল্প অল্প করে।
English Translated Form. [Bengali To English]
Much of life's path is covered with clouds, pitch-black darkness, the wilderness covered in unblooming shadows, or the solitude of the fields on a cloudy day, like miles of dusty desert, lonely and lonely, with no one around, only a shadow to be by - no one's time. I feel it comes back in someone's life It feels very lonely even in the crowd, the noise of the city, the motor vehicles running around, the traffic of busy people on the paved footpaths, how does the mind feel when sitting on a bench and looking at unfamiliar faces.
Source
Self-satisfaction gradually loses its place in the world of feeling when close people move away Some measure the relationship by heart, some measure it by profit. Man owes man to man, that is the plain law of the world, one's need is another's intrusion - without it, existence ceases, the world goes up like smoke, or else. Some people have very little sensitivity, look for their own interests without looking at anyone, some stories end like this.
No one sees the consequences of mistakes well, if mistakes are made and forgotten, then looking away, keeping the gaze locked with a perfect impression of failure, these are the daily habits of people from near and far. The right path cannot be found without making mistakes, the edge of pain cannot be overcome without being hurt by setbacks. In this Bengali society, there are many selfish people, from near and far, unknown characters wearing masks in the crowd of familiar people who have to suffer themselves in the end after seeing the changed form. After the awakening of repentance - love was foolishness, or else it weakens the human quality, does not allow it to fulfill its duties, binds it to the delusion of Maya.
Then I have walked far away in silence with a painful mind, my face is like a mirror, I can see the suppressed pain, a storm has descended on the edge of my mind, a soul that is drowning in the world that has disappeared in the middle of nature, the burning heart of pain has burned. . Some people know how to cover up their troubles very well, like a mud pot covered with ghee and then a mixture of that childhood story of the seal, finding his character, it's like him.
In this world, no one's path stops for anyone, no one was created to wait for someone. Perhaps, at some point in life, the same path is accompanied by the need to travel, then to walk quite a distance, someone's heart and emotions line up with another's mind, thus the stream of love runs, at its own discretion. He does not know how harsh the reality of life is, how hostile, how hostile it is with him. He can't understand that the colorful world of love is so fleeting, the world of reality takes him to a wilderness.
There comes a time when everything has to be lost, the blindness of love can never win against reality. Family, society, career, desire, life, these episodes shoot one after the other mercilessly, and he gets pierced by the shore and disappears into the stars of the sky. When everything is tied into such an equation, it is natural to walk alone. But in the midst of lonely walks, there are times when the past is reflected, the dreams of love, the illusion surrounded by a single imperfection. By the side of the city road is a well-decorated garden, beside which the seating area is crowded with busy people.
Source
Regret rises from such a form of the world, because naturally such resistance of the society was not worthy of an innocent mind. His dream was to sink into his own story with love, to make his life small, with him as the melody of music touches his heart - for many days in a corner of his mind, he will be happy in such a mediocre life. But where the society allowed to be happy? Some insect class people gave up everything, after which such a reality faced the holder of thousands of colorful dreams, pure youth-adulthood.
Life's destination will one day go down the drain, but then the past will come back just in time to pull out the highlights. Then those days when you look back and ask, can the worms answer?
Maybe you won't be able to, but the day will come to an end, that day the innocent minds will win, on the day of not being able to dissolve in love, in the last hour, he will see the unseen, little by little.
very cool story, I really like what you tell, thank you for sharing
Thanks a lot for the little appreciation.
I really felt pleased to hear you got into the core and the narrative as a whole.
Thats a genuine satisfaction.
Be blessed, 👍